• +8801711353686
  • info@whrcrs.com
  • 390/A.West Rampura,5th Floor, DIT Road,Dhaka-1219
  • Rampura, Dhaka-1219
  • 24
  • Saterday - Thursday
সংস্থার গঠনতন্ত্র ও কার্যপ্রণালী

গঠনতন্ত্র 

 ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি

মানবতার কল্যাণে অঙ্গীকারাবদ্ধ

গভঃরেজি নং-S-6486

 প্রতিষ্ঠাকাল- ০১/১২/২০০৭  খ্রিঃ

৩৯০/এ পশ্চিম  রামপুরা, ডিআইটি  রোড,ঢাকা-১২১৯।
সূচিপত্র:
ধারা আলোচ্য বিষয় পৃষ্ঠা
ধারা- ১ নামকরন
ধারা- ২ ঠিকানা
ধারা- ৩ কার্যক্রম এলাকা
ধারা- ৪ লক্ষ্য ও উদ্দেশ্য
ধারা- ৫ ভিশন
ধারা- ৬ লোগো
ধারা- ৭ স্লোগান
ধারা- ৮ সদস্য পদ লাভের যোগ্যতা ও নিয়ম
ধারা- ৯ সদস্য পদের শ্রেণী বিভা
ধারা- ১০ সদস্য পদ বাতিল
ধারা- ১১ শূণ্য পদ পূরণ ও সদস্য পদ পুনঃ বহাল
ধারা- ১২ সদস্যদের অধিকার
ধারা- ১৩ সাংগঠনিক কাঠামো
ধারা- ১৪ কার্যনির্বাহী পরিষদের গঠন কাঠামো
ধারা- ১৫ কার্যনির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব ও ক্ষমতা
ধারা- ১৬ উপ-কমিটি গঠন
ধারা- ১৭ এডহক কমিটি
ধারা- ১৮ নিয়োগ পদ্ধতি
ধারা- ১৯ সভা সংক্রান্ত বিধি
ধারা- ২০ সভার নোটিশ
ধারা- ২১ আর্থিক বিধি
ধারা- ২২ আয়ের উৎস
ধারা- ২৩ ব্যয়ের খাত
ধারা- ২৪ হিসাব নিরীক্ষণ (অডিট)
ধারা- ২৫ নির্বাচন পদ্ধতি
ধারা- ২৬ ভোটার
ধারা- ২৭ অনাস্থার নিয়ম
ধারা- ২৮ বিরোধ মীমাংসা
ধারা- ২৯ বিলুপ্তি
ধারা- ৩০ শপথ
ভূমিকাঃ
“সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে একদল নিরবিচ্ছিন্ন যুবক একই ছায়াতলে এসে কল্যাণধর্মী কার্যক্রম বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়। এরই ধারাবাহিকতার প্রয়াস আমাদের এই ফাউন্ডেশন। এই সংগঠনের প্রাণশক্তি হলো অদম্য, প্রাণচঞ্চল যুবশক্তি এইরূপ কিছু সংখ্যক যুবগোষ্ঠী সাংগঠনিক প্রজ্ঞা সমন্বিত করিয়া ও সমাজকল্যাণমূলক কাজে নিজেরদের সম্পৃক্ত করিয়া দেশের সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা নিয়ে রাষ্ট্রীয় বিধি বিধানের সাথে সংগতি রেখে ২০০৭ সালের ০১ ডিসেম্বর “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” নামে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় যার রেজিঃ নং-এ্স-৬৪৮৬।
ইহা একটি অরাজনৈতক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করিবেন।
ধারা- ১: নামকরণ: 
এই সংগঠনের নাম: “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইট “

ধারা- ২: ঠিকানা: 
৩৯০/এ, পশ্চিম রামপুরা,ডিআইটি রোড, ঢাকা-১২১৯,

যোগাযোগ: মোবাইল-০১৭১১-৩৫৩৬৮৬.০১৯০৯-৯৫৪২৯১।

কিছুকথা:
  1. ১.বাংলাদেশের মাটি ও মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে মানুষের সচেতনতা বৃদ্ধি, নেতৃবৃন্দের দায়িত্বানুভূতি জাগ্রত করণ, উন্নয়ন স্থাপনা সংরক্ষণ, প্রাগ-ঐতিহাসিক উন্নয়ন স্থাপনা সংরক্ষণ,তথ্য অধিকার সংরক্ষন,উন্নয়ন বিমুখতা প্রতিহত করন, বাজেট পর্যালোচনা করন, উন্নয়ন সম্ভাবনা চিহ্নিত করে রিপোর্ট পেশ ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করন, সর্বোপরি তৃণমূল উন্নয়ন আন্দোলন।

২.বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংরক্ষণ করতে সংস্কৃতির বিভিন্ন অঙ্গন নিয়ে সতন্ত্র বিভাগ সহ একটি নিজস্ব শিল্পগোষ্ঠী গঠন, উন্নয়ন ফান্ড গঠন, শিল্পী ও উন্নয়ন কর্মীদের সংগঠিত করতে একটি বহুমূখী কাযর্ক্রম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো।

৩.সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বানিজ্যিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি ও সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অংশ গ্রহন মূলক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা গ্রহন।

ধারা- ৩: কার্যক্রম এলাকা: 

সমগ্র বাংলাদেশে ও ওয়ার্ল্ড ব্যাপি এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হইবে। রেজিস্ট্রার অব জয়েনস্টক/যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশের অভ্যান্তরে ও বাহিরে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হইবে।

ধারা- ৪: লক্ষ্য ও উদ্দেশ্য :
লক্ষ্য ও উদ্দেশ্যঃ বাংলাদেশের মাটি ও মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ঐতিহ্যবাহী ভাষা, সাহিত্য- সংষ্কৃতি চর্চা, পরিবেশ ও মানবাধিকার সংরক্ষন সেই সাথে অপরাধ অনুসন্ধান মূলক প্রতিবেদন প্রকাশ করার প্রয়াস নিয়ে তৃণমূল আন্দোলন সৃষ্টি মাধ্যমে দেশ ও মানুষের সেবার আস্থা অজর্ন করাই সংস্থার লক্ষ ।
কার্যপ্রণালী:
১। সরকার/রাষ্ট্রীয় কাজে দায়িত্ব পালন ।
২। মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষা ও সহযোগিতা প্রদান।
৩। সমাজ সেবা ও জন-মানুষের কল্যাণে  আত্মনিবেদন কারীদের মূল্যায়ন।
৪। কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক ও গুনীজনদের সম্মাননা প্রদান।
৫। ঝুকিপূর্ণ শিশুশ্রম রোধ ,বাল্যবিবাহ বন্ধ, ভাসমান পথশিশুদের কারিগরি শিক্ষা, প্রতিবন্ধিদের পুনর্বাসন সহায়তা।
৬। রাষ্ট্র-বিরোধী, সামাজিক অবক্ষয়, অশ্লীল   চলচ্চিত্র প্রচার-সম্প্রচার বন্ধে আইনী উদ্যোগ।
৭।ভেজাল খাদ্য ও ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় ভূমিকা গ্রহণ ।
৮। ভূমি জালিয়াত ও দখলদারদের  বিরুদ্ধে সামাজিক ও আইনগত ব্যবস্থায় ভূমিকা গ্রহণ ।
৯। প্রবাসীদের হয়রানী বন্ধে ও পারিবারিক নিরপত্তা প্রদানে ভূমিকা গ্রহণ।
১০। এসিড দগ্ধ ও তৃতীয় লিঙ্গের মানুষের বৈষম্য দূরীকরণ ও কর্মসংস্হান বাস্তবায়নের লক্ষে কাজ করা।
১১। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাসে থাকা।
১২। মাদক ও নেশাজাত দ্রব্যের ব্যবহার ও বিক্রয় রোধে আইনগত সহযোগিতা প্রদান।
১৩। সামাজিক অবক্ষয় রোধে সর্বাত্তক নজরদারি সৃষ্টি করা।
১৪। সরকার নিযুক্ত কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে স্থানীয় জনসাধারনের ত্রৈমাসিক সম্মেলনের আয়োজন করা।
১৫। অপরিকল্পিত আবাসন নির্মানে আইনী পদক্ষেপ গ্রহনে সহযোগিতা প্রদান।
১৬।তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও অপব্যবহারে সচেতনতা বৃদ্ধি।
১৭। সকল প্রকার নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা গ্রহন।
১৮। আইনশৃংখলা বাহিনীর তদন্ত কাজে সহায়তা প্রদান।
১৯। সম্পদের সুষম বন্টনে ভূমিকা গ্রহন ।
২০। আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও  অংশগ্রহণ ।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি
Email:-worldhumanrights 2019@gmail.com
Website: Web: whrcrs.com

Mobile:+8801711353686,+8801909954292.

ফেসবুক পেইজে আমরা